বাড়বে ভ্যাট, বাড়তি দামের চাপে ভুগতে হবে ভোক্তাদের। অতিরিক্ত শুল্ক আরোপ দাম বাড়াচ্ছে পাইপেরমেট্রোরেলের ভাড়ায় বসছে ১৫% ভ্যাটকৃষি ও নিত্যপণ্যে শুল্ক না বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশকরছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী
No icon

‘ভাল করপোরেট গভর্ন্যান্স অনুশীলন করা সময়ের চাহিদা’

ভাল করপোরেট গভর্ন্যান্স অনুশীলন করা সময়ের চাহিদা। কোম্পানির সুশাসন নিশ্চিত করা টেকসই উন্নয়ন সমর্থন করার মূল উপাদান বলে উল্লেখ করেছেন আইসিএসবি সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এসডিজি: প্রাইভেট সেক্টরের ভূমিকা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সিপিডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করেন। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, করপোরেট সেক্টর দেশের এসডিজি পুরনে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ থেকে উত্তরণ করতে চায়, তাই দেশে বিশেষ করে সুশাসন ও আইন কার্যকর করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটির চেয়ারম্যান মো: আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।