সব কাস্টম হাউসে অনলাইনে শুল্ক-কর দেওয়া যাবেতুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চান উদ্যোক্তারাআলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনার
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড

বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ২৬ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৮৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩১ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া ২৪ দশমিক ৯০ শতাংশ দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুডস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ২২ দশমিক ৫২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসয়ের ২১ দশমিকক ৩১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২০ দশমিক ৮৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৮ দশমিক ২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৭ দশমিক ৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ দশমকি ০৭ শতাংশ ও ন্যাশনাল টিউবসের ১৪ দশমকি ৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।