কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

খোলাবাজারে আলু, পটোল, ডিম, পেঁয়াজ বেচবে সরকার

সরকার আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় ওপেন মার্কেট সেল বা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু করবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে এসব সবজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার অন্তত ২০টি স্থানে দুই সপ্তাহ বিভিন্ন শাকসবজি বিক্রি করা হবে। যদি পাইলট বা পরীক্ষামূলক এই প্রকল্প সফল হয়, তাহলে সবজি বিক্রির পয়েন্ট বা স্থান ও দিনের সংখ্যা বাড়ানো হবে। খবর বাসসের