কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরাযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে সরকারবিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ চলবেচলমান আন্দোলনে রাজস্ব আদায় কিছুটা সমস্যা হচ্ছে : আবদুর রহমান খান
No icon

কলকাতার পর্যটন মেলায় যোগ দিয়েছে বাংলাদেশের পর্যটন কোম্পানি

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।

এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।