২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহী বিজিএমইএপাঁচ শর্তে প্রচ্ছন্ন রপ্তানির সুযোগ দিলো সরকারদেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু হয়েছে: এনবিআর
No icon

কলকাতার পর্যটন মেলায় যোগ দিয়েছে বাংলাদেশের পর্যটন কোম্পানি

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।

এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।