ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহী বিজিএমইএপাঁচ শর্তে প্রচ্ছন্ন রপ্তানির সুযোগ দিলো সরকারদেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু হয়েছে: এনবিআরকর ফাঁকিতে ‘নাম্বার ওয়ান’খ্যাত ক্রিকেটার সাকিব

১৪। কর পরিশোধ

বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখাসমূহে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদেয় কর পরিশোধ করতে হয়। ট্রেজারী চালান তৈরী হয় তিন কপি। ট্রেজারি চালানে সংশ্লিষ্ট কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড সঠিকভাবে লিখতে হবে। করদাতা কর্তৃক সংরক্ষিত চলতি হিসাব নামক রেজিস্টারের জমার ঘরে ট্রেজারীতে জমাকৃত টাকার হিসাব রাখা হয়। সরকারী কোষাগারে প্রদেয় কর জমা দেয়ার প্রমাণ হিসাবে দাখিলপত্রের সাথে ট্রেজারী চালানের কপিও সংযুক্ত করতে হয়। মূল্য সংযোজন কর বিভিন্ন কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড পরিশিষ্ট-৬ এ দেখানো হয়েছে।