করদাতাদের জন্য নতুন সফটওয়্যার, ঘরে বসেই হবে সমাধানঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছেএনবিআর কর্মকর্তা গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না : এনবিআর চেয়ারম্যান২২ কোটি টাকা কর ফাঁকি, সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ

১৪। কর পরিশোধ

বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখাসমূহে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদেয় কর পরিশোধ করতে হয়। ট্রেজারী চালান তৈরী হয় তিন কপি। ট্রেজারি চালানে সংশ্লিষ্ট কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড সঠিকভাবে লিখতে হবে। করদাতা কর্তৃক সংরক্ষিত চলতি হিসাব নামক রেজিস্টারের জমার ঘরে ট্রেজারীতে জমাকৃত টাকার হিসাব রাখা হয়। সরকারী কোষাগারে প্রদেয় কর জমা দেয়ার প্রমাণ হিসাবে দাখিলপত্রের সাথে ট্রেজারী চালানের কপিও সংযুক্ত করতে হয়। মূল্য সংযোজন কর বিভিন্ন কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড পরিশিষ্ট-৬ এ দেখানো হয়েছে।