TAXNEWSBD
ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, এদিন জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৫ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আর তৃতীয় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি লাইফ  ইন্স্যুরেন্স লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।