TAXNEWSBD
ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৭ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৫২ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইনান্স, ফাস ইনভেস্টমেন্ট, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।