TAXNEWSBD
দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ ২৩:১২ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

রোববার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হা-ওয়েল টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, স্কয়ার টেক্সটাইলস, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, মুন্নু সিরামিকস এবং সিভিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি পিএলসি।