জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল-সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও করদাতাবান্ধবকরণের ফলে এ বছর ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। গতকাল এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আয়কর দিবস-পরবর্তী সময়েও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু রাখা হয়েছে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতার রিটার্নে কোনো ভুল-ত্রুটি হলে আয়কর আইন-২০২৩ এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন। এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদপ্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করছে।