TAXNEWSBD
Share Bazar কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সূচক দেখা যাচ্ছে না
রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৯:১১ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক দেখা যাচ্ছে না আজ। তবে লেনদেন চলছে। ওয়েবসাইটে সূচক দেখা না যাওয়ায় বোঝা যাচ্ছে না, আজ সপ্তাহের শুরুর দিন সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে না কমেছে। ডিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় বলা হয়েছে, সূচক অস্বাভাবিক আচরণ করায় বিনিয়োগকারীরা যেন তা উপেক্ষা করেন; এবং সেই সঙ্গে তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  এই পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই সূচক দেখা যাবে। আজ দিনের প্রথম ৩০ মিনিটে প্রায় ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, এর মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।