TAXNEWSBD
রাজস্ব আদায়ে ঘাটতি, বিপাকে এনবিআর
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৩:১৮ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

নানামুখী চাপে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক-কর আদায় নিয়ে বিপাকে রয়েছে সংস্থাটি। একদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত চলতি অর্থবছরে স্বাভাবিকের চেয়ে জিডিপির দশমিক ৫ শতাংশ শুল্ক-কর আদায় বাড়াতে হবে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কায় ব্যবসা-বাণিজ্যে শ্লথগতির শঙ্কা। তাতে অতীতের মতো রাজস্ব আদায় কমতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে ৮ হাজার ২০৮ কোটি টাকা ঘাটতি হয়েছে। এ সময়ে সব মিলিয়ে রাজস্ব আদায় হয়েছে ৭৬ হাজার ৭৩৮ কোটি টাকা। যদিও আদায়ের লক্ষ্য ছিল ৮৪ হাজার ৯৪৭ কোটি টাকা। অর্থবছরের শুরু থেকেই শুল্ক-কর আদায়ে পিছিয়ে আছে এনবিআর। চলতি অর্থবছরে এনবিআরের জন্য সব মিলিয়ে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা মনে করেন, বছরের শেষের দিকে কর আদায়ে গতি বাড়বে। এনবিআর সূত্রে জানা যায়, আমদানি, ভ্যাট ও আয়কর এই তিন খাতের মধ্যে কোনোটিতেই গত তিন মাসে আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি ছিল আয়কর খাতে। এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারবে না।