TAXNEWSBD
বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের আয়ে ২৭.৫% কর দিতে হবে
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

চলতি অর্থবছর থেকে বেসরকারি কর্মচারী কল্যাণ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড থেকে অর্জিত আয়ের ওপর কর রিটার্ন দাখিল করতে হবে। একই সঙ্গে আয়ের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ডের ওপর কর আরোপের বিধানটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে করছাড় প্রত্যাহার করা হয়েছে।এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগে বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর ছাড় ছিল এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন ছিল না। ফলে এগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এখন থেকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় সরকার এ বিষয়ে সঠিক তথ্য জানতে পারবে। তারা আরও বলেন, মোট আয়করে পে-রোল ট্যাক্সের অবদান প্রায় ৩ শতাংশ। অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে তা বাড়ানো উচিত। তাই এ ধরনের কর আরোপের সিদ্ধান্ত হয়েছে।তবে আয়কর আইনে সরকারি প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং বিধানটির সমালোচনা করছেন। তারা প্রভিডেন্ট ফান্ডে কর প্রত্যাহারের জন্য কর কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানান সংশ্লিষ্টরা। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বেসরকারি খাতে কর্মরতদের জন্য অবসরকালীন সুবিধা। তারা বলছেন, এসব ফান্ড এক ধরনের সামাজিক সুরক্ষা দেয়। তাই এগুলোর ওপর কোনো কর আরোপ করা হলে অবসরকালীন সুবিধা কমে যাবে।