TAXNEWSBD
উৎসে কর কর্তনে আগের হার চায় বিজিএমইএ
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর কর্তনের হার আগের অর্থবছরের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ফিরিয়ে নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে এ খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান। অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, চলতি অর্থবছরে এ হার ১ শতাংশ করা হয়েছে, যা রপ্তানিকারকদের বিপাকে ফেলেছে বলে মনে করছে বিজিএমইএ।বৈঠকে ফারুক হাসান বলেন, করোনার সংকট কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির মতো আরেকটি সংকটের প্রভাব পড়েছে তৈরি পোশাক শিল্পে। এসব চ্যালেঞ্জ উদ্যোক্তাদের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়।

এ পরিস্থিতিতে রপ্তানি বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে সরকারের পক্ষ থেকে সময়োপযোগী নীতি-সহায়তা প্রয়োজন। তিনি ম্যান মেইড ফাইবার (এমএমএফ) ভিত্তিক পোশাক রপ্তানি বাড়াতেও সরকারের পক্ষ থেকে নীতি-সহায়তা দেওয়ার অনুরোধ জানান।বৈঠকে বিজিএমইএর সহসভাপতি শহীদ উল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ ও অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক আরফিন আরা বেগম উপস্থিত ছিলেন।