TAXNEWSBD
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বুধবার, ০৮ মার্চ ২০২৩ ১৬:৪৭ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র শবে বরাত ও দোলযাত্রা উপলক্ষে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ রয়েছে।এদিকে, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।বুধবার (৮ মার্চ) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।জামিল হোসেন জানান, বুধবার সকালে থেকে ভারতের সঙ্গে আমাদের সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।